ওগো কিছু রেখে যাও, ফেলে যাও কিছু - হেলা ফেলা অবহেলা অধরা মাধুরী
ওগো কিছু নিয়ে যাও - অলকা অমর্ত্য আশা, ভালোবাসা, স্থায়ী ও সঞ্চারী !
বানানো বানান ভুল, ষড়যন্ত্র, বিজ্ঞ ঋদ্ধ মুখে কিছু বোকা কুম্ভীপাক,
নিপাট মস্তিস্ক, আর ভালোমানুষের ভান, বুদ্ধিজীবী ছালে ঢাকা আপাত চালাক-
গাঁটকাটা, শিক্ষানবিস চোর, শিকারী বেড়াল, অবৈধ বেনামী সৎকার
কিশোরী প্রথম নারী, অম্লস্বাদ, বড়দের রামায়ণ, অপরাধ, চোরা কুহকিনী অহংকার
মানুষ ও অমানুষ, প্রেম, শয়তানি হটকারী, ধূলিসাৎ ইমারত, ইজ্জত, মন
বেশ্যার দালাল আর আড়কাঠে বোকাটে ক্ষয়িষ্ণু পৌরুষ মাখা বিবর্ণ জীবন
সুডৌল ফর্সা হাতে লুকোনো কপট কিছু লুক্কায়িত সামিয়ানা , চৌখস গন্ডগোল
বাম হাতে দানসাগরের ছদ্ম প্রাতঃকৃত্য, চোখটেপা লম্পটের ধরে ফেলা নোংরা হট্টগোল,
অথবা নিছক চোরা চাহুনির যতো নষ্ট নষ্ট প্রেম, অস্পষ্ট কিছু কষ্ট , মৃদু অপরাধ,
বিপদজনক ভাবে নিজে নিজে খেয়ে যাওয়া পরিপাটি হাসিমুখে বাঁধ -
ল্যাম্প পোস্টে ঋতুবন্ধ, বৈশাখ মাহিনা জুড়ে ছন্দবন্ধ রবিন বাবুটি
ছাতে ছাতে আড়চোখ, বন্ধ দুপুর জুড়ে অতৃপ্ত শরীর আর নষ্ট ঝটাপটি
রেখে যাও, ফেলে যাও তৃপ্তি মাখা অতৃপ্ত জীবনের এই সব ওম,
লুকোনো চোখের কোন, চাপা পাপ, অভিশাপ, উত্তম অধম !
হঠাৎ সন্ধ্যের ঝড়ে, কার্নিশে অর্ধমৃত বেলিফুল চারা, ভিখারি বেড়ালছানা
গরম হবার ছলে মারাত্মক তৃষ্ণাহীন ঠান্ডা কোনো বিষণ্ণ বিছানা,
ধর্ম পাল্টানো কিছু কামুকতা, পাবলিক ভোলানো গান, বোকা বোকা বিপন্ন বিবেক -
তোকমারী, পুলটিস, খিস্তি খাস্তা, পাল্লা সমান করা নাছোড়বান্দা জোরগলা ভেক !
এই চোদ্দ আনা জিভ, লকলকে ষোলো আনা - হাটে হাঁড়ি কি করে যে ভঙ্গ-
কুটিল শরীর ফেটে দমচাপা প্রাকৃতিক অসহ্য নিষ্ঠুর কোনো বৈপরীত্য রঙ্গ ,
শঙ্করের দোহাই, রবি শঙ্করের দোহাই আর নীতিবান ধর্ষণের নষ্ট চারপাই -
এ মহাজীবন ব'লে হেমলক, অমূলক বিদূষক কবিতার হেলা বটতলা আর কিছু ছুঁচিবাই !
প্রতিপদে উপবাস, চালাক, তালাক, কপালের হেডল্যাম্প, হারাম হালালে যত লুকানো অনল,
টুংটাং বুদ্ধিজীবী - ভোলা ভবি - হলদেটে ভবিতব্য, নাকে কানে ঘটে ঘাটে উপচানো জল !
রেখে যাও, থেকে যাও - মেখে যাও একটি জীবন- হে মহাজীবন, এই আড়ম্বর -
পিছু পিছু ফেলে যাও - অবহেলে দলে যাও পায়ে পায়ে অনেক জীবন - বিশাল বিস্তীর্ন চরাচর !