এক জীবনে অনেক জীবন বাঁচছি জীবন, এক জীবনে লক্ষ জীবন দেখছে জীবন,
এক জীবনে লক্ষ জীবন চাইছে জীবন, তোমার জীবন আমার জীবন একটি জীবন -
তোমার জীবন আমার জীবন ফেলছি পড়ে, সত্যি কিছুই নয় যদিও পাগলা জগাই,
সকাল সন্ধ্যা বন্ধ্যা জীবন যাচ্ছি লড়ে, পীর ব্যাটাকে পাঁচ ছটাকের, সিন্নি চড়াই !
এক জীবনে অনেক জীবন অনেক ঋণী,
তাকিয়ে বাঁচি তোদের দিকে জুঁই চামেলী,
কাঠ পিঁপড়ে, ফুলের মতো সবাই মালিক,
কার্নিশে কার চাইছে কি ভাত টুকরো শালিক,
কার সে গোপন ভালোবাসার অরূপ রতন,
লুকিয়ে রাখি, লুকিয়ে চাখি মধুর মতন !
ব্যাঙ ব্যাঙ্গাচি, সাপের হাঁচি, বেদের চেনা,
সেই ঠোঁটে তোর রূপের ঘাটে তিল আছে না !
পাহাড় থেকে উইয়ের ঢিবি, চন্দন বন,
তাল দীঘিটি ডুবিয়ে ঘটি, বাঁচছি জীবন,
দু চোখ বাঁচে সূর্য চাঁদ আর জোয়ার ভাটায়,
ইলশেগুঁড়ি বৃষ্টি বাদল, সর্ষেবাটায়
নরম কাঁথায় মিষ্টি গরম প্রতিশ্রুতি,
বাঁচছি জীবন অপেক্ষাতেই, কার কি ক্ষতি, !
কার কি ক্ষতি, কার কি ক্ষতি, কোন অগতি,
ধোপ ধোপানি, প্রেম পিরিতি, বিদ্যাপতি -
এক জীবনে, অন্তিগণে, আর সেলুকাস,
গান কবিতা গল্প জুড়ে এক অমনিবাস,
এক জীবনে হাজার ভুবন নাগরদোলা
দখিন খোলা পাগলা ভোলা বাঁদর ঝোলা !
কোথায় পালাস জীবন প্রকাশ হে সেলুকাস,
শেষ হলে শেষ, শেষ হলে শেষ, কি পরিহাস !
কি পরিহাস, হে সেলুকাস, কি পরিহাস !