কে গো তুমি -

সহজিয়া সাধনের একান্ত আপন এক অদ্ভুত আহ্লাদী
সহজ জলের মতো, ভূমিতে বিছানো নদী -
অমৃতে অশনে আছো, অপরশ অলঙ্ঘ্য ব্যবধান
হয়ে, মাধবী মধুর ক্লেশে, অক্লেশে ভরিয়ে রেখেছো ব্যবধান !
পিছুপিছু,
আদরে তুমুল সবুজ কিছু
অবুঝ সুখের চারাগুলো, তুমি তুমি খেলে
মগ্ন ঠোঁটে ছুঁয়ে আছে ঋতম্ভরা আকাশী আড়ালে,
স্থির ছবিটির মতো বিলগ্ন অপেক্ষা নিয়ে
সময়ের ঋজু দম্ভ শ্রান্ত -
তোমার পায়ের অনামী প্রান্তর ছুঁয়ে -
দিন শেষে ঘাম মোছা সাধারণ সুখের আঁচলে
শেষাশেষী পরিপূর্ণ সাড়ে তিন হাত জমি !

আমার না হাঁটা পথ ছেয়ে আছো তুমি
বিকেলের অযথা আদরকাড়া তামসী যোগিনী,
মন্দাক্রান্তা ছন্দের মন্দ সংকেতধ্বনি
আর কিছু অশ্রুত ফিসফিস -
শীতশেষে ঋতুমতী খেজুর শাখায়, অহর্নিশ ,
ফাল্গুনের নষ্ট দ্বন্দ আশা দুরাশার ইঙ্গিত - মৃদু হাওয়া
ওঠাপড়া, বাতাসে কবিতার ইচ্ছে মিশে যাওয়া
রোজ রোজ অসম্ভব দুরাশার সফল স্বপ্নের মতো
নিঃশ্বাসে অদ্ভুত পেলব লাবণ্যের ঘ্রান যত -
সেরকমই অনর্থক
অপরূপ সার্থক রূপরেখা হয়ে ছুঁয়ে যাও,
হেসে যাও, বলে যাও
এসেছো যে কেবলি সে অহেতুকী তৃষ্ণা, কৌতূহল
সর্বংসহা মগ্ন প্রেম, বাঁধভাঙা জল -
নীতির পাহাড় ভেঙে অভিমানী অপূর্ব্ব দামিনী
যোগের অতীত তুমি কামহীনা যোগিনী কামিনী
কামনার মহাকাব্যে লিখে যাও নতুন প্রারম্ভ
ভালোবাসা পথ চেয়ে বসে থাকে নিয়ে এক অন্য আরম্ভ
আসলে কে গো তুমি,
অদ্ভুত একান্ত সব্বনাশা ভালোবাসা নিরূপা কান্ডারী
সহজিয়া সাধনের বৈতরণী পার ওগো আদরের নারী !