তখন মানুষ ত্রিতাপ কিন্তু মানুষ
মানুষ তখন অনেক পাতার গান
তখনও কিন্তু ঋজু, ঝকমক ক'রে
ক্ষমতার ক্ষুধা, দুর্বার স্বাভিমান
তখন মানুষ তবুও মানুষ কিছু
তিন তাপে তবু নতুন পৃথিবী কাঁদে
তখনও পৃথিবী ভাগ বাঁটোয়ারা করে
রক্তলোলুপ গুটিকয় উন্মাদে।
শান্তির বাণী, চোখ মুছে খোঁজে দিশা
অস্থির মাটি রক্তের রঙে লাল
তখন নতুন যুগের বিষম হাটে
হিংসার দাম চায় প্রাণ মহাকাল।
বোধি তুমি এলে থামালে বিষম ঝড়
মহাকাল স্মিত ফিরে গেল ক্ষমা করে,
বোধি তুমি এলে শেখালে যে প্রেম ভরে
পশু থেকে হয় মানুষ কেমন করে।

আজকে বিষম দিনের বিসম হাওয়া,
বাতাসে বারুদ, আকাশে আগুন ভরা
বিষে বিষে বিষ বিষম লোভের তাপ,
বোধি ভুলে আজ বোধ সন্তাপে পোড়া
আবার এসেছে দরজায় মহাকাল
কড়া ক্রান্তিতে বুঝে নিতে তার দেনা
ওহে মহাবোধি, শান্ত কালান্তক
আরো একবার জীবনে কি ফেরাবে না?