গুঞ্জরণের মত রয়ে যাবো,
রয়ে যাবে এই কিছুক্ষণ,
আরো কিছুটা সময়,
এই অগোছালো ছড়ানো জীবন
বাতাস যেমন,
কেমন সযত্নে ঢাকে কোলাহল,
দূর থেকে গুঞ্জ হয়ে ওঠে হাট,
হয়ে ওঠে সংগীত, অদ্ভুত মধুর কোনো উষ্ণ জীবনের সুর,
হয়তো বা কান পেতে শোনে,
কোনো বিষন্ন একলা পথিক,
সুখী হয়, খুশি হয়, বেঁচে নেয় দু দণ্ড আরও
কিছু পল অনুপল, বেদনা বিধুর!

হয়ত বা ঘ্রাণ হয়ে বাতাস জড়িয়ে ভেসে যাব,
আরও কিছু পথ,
শূন্যের ভেলায় অবহেলার খেলায়,
হাওয়ার মেলায় বুঝি চিনে নেবো ঠিক
ফেলে আসা দিন আর বিবর্ণ শপথ,
চেনা চেনা মুখ কিছু, অচেনা সুরভী
হয়ে কোনো ভবিষ্যের কবি,
গান হয়ে গেয়ে যাবে
হিয়া জুড়ে থাকা এই মধুরে মধুর বিস্মরণ,
সুরে সুরে জীবনের অদ্ভুত বিপুল উত্তরণ
গুঞ্জরনের মত রয়ে যাবো,
বেঁচে যাব আরও কিছুক্ষণ।