ভাঙ্গনের শেষটুকু দেখবো বলে মুখে হাসি এঁকে বসে, ঘুমহীন,
ঢেউয়ের আগায় অজস্র চিঠি লিখে তো ছিলাম - বৃথা পাগলামি !
ভুলকে বোঝাও পাড়, অনিবার, ভাঙো রাতদিন -
নদী তো নিজের মতোই বয়ে যাবে - কারো নয়, তুমি কিংবা আমি !
তোমাতে আমাতে সন্ধি - অভিসন্ধি কত, সিন্ধুভৈরবে, মালকোষ রাগে !
আকাশের গায়ে কত ছড়িয়ে রেখেছি শান্তিজল - বিভিন্ন বিন্দুতে !
অসহিষ্ণু কাজলদীঘিতে নিস্পৃহ জল আর দেখবো না,
বরং বেপথু রাতে প্রতিপদ চাঁদ হয়ে ডুবে যাব অচেনা সিন্ধুতে !
আসলে আমরা সবাই, খালি খাঁচা নিয়ে বাতাস ধরার খেলায় - অন্ধ !
ভালোবাসা সুখ পাখি, সময় চক্ষুহীন কোনো এক নির্বোধ কবন্ধ !
সেটুকুই সময় - জীবন, ভালোবেসে এঁকেছি যখন !
বাকিটা পড়েনা মনে, মন্থনে, আনমনে ফেলেছি কখন !