এখানে মানুষ মাপে মানুষের সাধ্যের জল
রসাতল
উঠে আসে বুকের ওপর দিয়ে ছলকিয়ে যায়
অসাধ্যের ঘাড় নাড়া কষ্টার্জিত ধৈর্য্য - যত উপার্জন
অযুত রক্ত নিস্ফল
কেন যে কে জানে কেন তবুও তো জলে জলে লেখা হয়
সভ্যতার জ্বলে যাওয়া খুচরো ভবিষ্যৎ -
লোভাতুর জিহ্বার মতো লাল টাই, নেহাতই বেহায়া এক
মানুষের দ্যূতক্রীড়া - ধরনী দ্বিধা হও - অতঃপর বহুধা হলে -
পৃথিবীর অভ্যন্তরে নাকি দগদগে লোভের লাভায়
গনগনে, জ্বালানলে কে যে সেঁকে নেয় নিজস্ব রুটি -
যত ত্রুটি আমাদের - আমাদের ওগো, ক্ষমা করো -
লুটে নাও যা আছে - রেখোনা গো কিছু - শুধু
লজ্জাবস্ত্রটুকু রেখে দিও, অঙ্গে - তোমাদের, হে মানুষ, হে মানুষ-
কেননা মানুষই মাপে মানুষের সাধ্যের জল
রসাতল
উঠে আসে বুকের ওপর দিয়ে
ছলকিয়ে যায় -
অন্ধ এক অন্ধকার
কালো কোন জলের অতল !