একদিন ভুলে যাবো, সত্যি ভুলে যাবো এই সব ভুল,
ঠিক বলে ভাবা, এই অন্যায্য বিবশ দাগ,
এই ছন্দময় পছন্দ ও অপ-ছন্দের কালচে বকুল
এই বিষণ্ণ অসুখী বৈরাগ -
কাঠিকুটি জড়ো করা সাধ্য অবশ আগুন,
অকাল বোধন, বিবর্ণ সন্ধ্যার ম্লান স্ফীত পরিমিতি
থাকবে পিছনে পড়ে, নিস্পৃহ নির্গুণ
একলা পদ্মার বুকে - ছোট্ট ডিঙির যত জলের আবছা জ্যামিতি
ভুলে যাবে জল - মুছে যাবে জলৌকার ব্যস্ত সন্তরণ, পায়চারি  
ছোট ছোট বৃত্তের ডৌল পরিণতি
একদিন সত্যি ভুলে যাবো, এই সব সূচিমুখ শলাকার মিনাকারী
ভুল - ভুলে যাবো ঢেউয়ের মাথায় লেখা মহামূল্য ব্যর্থ লাভ ক্ষতি !

এই সব ফার্নের পাতাকে কাঁপানো উষ্ণ দীর্ঘনিশ্বাস
মিলাবে, সান্দ্র চাঁদের কিরণে -
বুড়ো চাঁদ ডুবে যাবে সাথে নিয়ে লালিত বিশ্বাস
ভোর রাতে পৌছিয়ে নিথর পঁছিয়া গগনে !
এই সব তারাগুলো, যারা জ্যোতির্ময় -
নেভা দীপ, ছিল কোনোদিন  
নোভা, সুপারনোভা নিজস্ব জ্বলনে প্রভাময় -
সত্যিই নিভে যাবে - শেষ হবে অন্তহীন
জ্বলা, প্রলয়পয়োধি জলে, অতৃপ্ত বিপুল
শেষ বিষ উগড়িয়ে, অমৃত পিয়ে, চিরতরে ডুবে যাবে বৃদ্ধ শেষনাগ -
একদিন ভুলে যাবো, সত্যি ভুলে যাবো এই সব ভুল,
ঠিক বলে ভাবা, এই অন্যায্য বিবশ দাগ,
এই বিষণ্ণ অসুখ বেলা - অসুখী বৈরাগ -!