একাত্তর একটি যুগ, এক পৃথিবীর উত্তরণ !
একাত্তর বাংলাদেশ, সূর্যে ফেরা অনন্ত জীবন,
একাত্তর ডাক দিয়ে পিড়ীতের বুকে দিল আশা,
অগনিত মৌন মুক অপমানিতের মুখে ভাষা !
একাত্তর অধিকার, মাথা তুলে বাঁচা ভয়হীন
একাত্তর রক্ত দিয়ে শুধেছে মায়ের রক্ত ঋণ !

একাত্তর হাজার মুজিব, একাত্তর তাজা তাজা খুন
একাত্তর চোখে চোখ, বাঙালির রক্তের আগুন
একাত্তর ভুখা পেট, বেয়োনেট, ফেটে পড়া ক্রোধ
একাত্তর প্রতিরোধ, প্রতিশোধ, একাত্তর জীবন্ত বিরোধ !
একাত্তর গান, ফুল, সন্তানের মুখে মগ্ন চুমা
একাত্তর উৎসর্গ, একাত্তর প্রতিমা ফাতিমা !
একাত্তর এক যুগ একাত্তর হাজার মুজিব
একাত্তর বিশ্বজুড়ে কোটি বাঙালির এক জিভ !
একাত্তর বুকে নিয়ে রক্তিম আশার অনুরাগে
হাজার মুজিব হয়ে সবুজ মুক্তি সূর্য জাগে।

রক্তনদী পার হয়ে একাত্তর তোমাকে পেলাম !
বাংলার একাত্তর তোমাকে হাজার সেলাম !




* আমি একাত্তর দেখিনি, শুধু শুনেছি, কিন্তু কেন জানিনা অসম্ভব একাত্মতা অনুভব করি সময়টার সঙ্গে। কবি সুকান্ত মনে পরে যায়, “ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর !” সে ভেবে আমার একাত্তরের জন্য এই অনুভব।