সার্থক বালিকা - পথ চাটে,        অন্ধকার ব্রিজ অপেক্ষায় !
লিপিস্টিক দামী হলো তবু            ঘন্টা পিছু ভাড়া কে বাড়ায় !
ফালতু হাওয়ায় লাল ফুল -        কৃষ্ণচূড়ার ডাল কাঁপে
ভালোই তো আছি ঠিকই আছি   প্যাঁচে পয়জারে ছয়লাপে -
কল্কে ছলকে ওঠে ধুম             অছিলা উছলে অজুহাত
বুদ্ধিজীবী, যুদ্ধজীবী কবে             ত্রুদ্ধজীবী হলেই তফাৎ
অভিধান ভাঙি শব্দকোষে             কড়াক্রান্তি গ্রহশান্তি কষি
কষে গালি গালাজের দোষ,        পাকেচক্রে মানি একাদশী
হাতে হাত হাতটান নয়          রাতকুটুম শুঁড়ি বাড়ি যায়  
নিরর্থক বালিকা - পথ চাটে       অন্ধকার ব্রিজ অপেক্ষায় !

ইলিশ বালিশ ও মালিশে         পালিশ তো রেখে যাই সখা
বাংলিশে মালিশে পালিশে          দুই থেকে হলো চারচাকা
বেচাকেনা কেনাবেচা সবই          বেচে দিনু বেচারাম বলে
কিনি তো, মাজন আমাজনে     বাকী সব পাই হাত তুলে
হাঁস পোষে মদনের বাপ       দারোগা বাবুতে ডিম খাবে
খাঁটি দুধ খাইনা মোটেই       অভ্যাস নেই - হড়কাবে !
সর তোলা দুধেই তো পুষ্টি         মাখন যে খাবার সে খায়
নিরর্থক বালিকা - পথ চাটে   অন্ধকার ব্রিজ অপেক্ষায় !