"ওঁ মধু বাতা ঋতায়তে মধু ক্ষরন্তি সিন্ধবঃ।
মাধ্বীর্নঃ সন্তোষধীঃ।
মধু নক্তম উতোষসো মধুমৎ পার্থিবং রজঃ।
মধুমান্নো বনস্পতির্মধুমাং অস্তু সূর্যঃ। ওঁ।"
========
তোমার চলার পথ মধু , মধু মধু তোমার দু চোখ,
মধু মধু বিনম্র হৃদয়, এবার সকল মধু হোক
মধুর বাতাস মধু নদী, সাগরের নীল জল মধু
হিজলের ছায়া কালো জলে - এখন গভীর প্রেম শুধু,
পথে রেখে যাওয়া চরণেরা, চেনা চেনা অচেনা মধুর
কথা সব চুপচাপ হলো, চাওয়া শুধু পরান বঁধুর
রাত্রি নিশ্চুপ তারাদলে, মধুক্ষরা তোমাকে নিয়েছে
উষার নয়ন মধু তুমি, মধু আলো অরুন দিয়েছে
সাগর বিভঙ্গে মধু তুমি, মধু হয়ে মধুরে মধুর
ছড়িয়ে গিয়েছ মধু হয়ে, মগ্ন তুমি মমতা বিধুর
রেখে যাওয়া কথাকলি সব, মধুর ব্যাথায় কিছু বলে
কান পেতে শুনি ওগো মধু - ভাগ্যিস ভালোবেসেছিলে !