খবরের কাগজ গুলো
এখন ওখান থেকে টেনে, ঝেড়েজুড়ে,
টেবিলের নিচে আর আলমারির তাক থেকে টেনে নিয়ে সাজিয়ে গুছিয়ে,
রদ্দিওয়ালার পাল্লায় তুলে দিচ্ছিলাম, জানো!

রদ্দিওয়ালা হেসে পয়সা বাড়াতেই,
বললাম, এগুলো রাখো আলী,
সব খবর এখনো পড়াই হয়নি আমার,
দিন কতক ঘুরে এস ভাই।
তাছাড়া, আজই তো নতুন বছর পড়ছে,
দেখাই যাক না,
নতুন বছরে নতুন কি খবর!!