চলো না বানাই গল্প যদিও নানান অসুবিধে !
রাগ করোনা সোনা - বাহানা বানাই সাধাসিধে !
তুমি যদি চাও - যদি বোলো কবিতা পাঠাও
যদি বোলো - গান গাও, পাঁচ পায়ে সাপকে হাঁটাও
চষে ফেলি কবির বাজার,
কবি ধরে বেঁধে আনি হাজার হাজার
তারপর ইছাপুরে ফের চালু করি
অতি ফাটাফাটি এক গান ফ্যাক্টরি
থাম সাপ, হাঁটা সাপ, গোসাপের কম্পিটিশন
পাঁচ পায়ে দৌড়োবে ভালোবাসা একজিবিশন !
যদি বোলো হামি দেব, এভারেস্ট এনে দাও সোনা
কিনে দেব আমাজনে, অজুহাত কিছু বানাবো না
সাগর পেরোবো জেনো ঘাঁটি জল না ছুঁই নাতো পানি
তোমার হাজার হাত মজবুত অজুহাত জানি -
তবু যদি বলো কোনো ফাটাফাটি গল্পটি বলো
বুনে নেবো নটে গাছ, বলবো না গাছটি মুড়োলো -
গরুটাকে সোজাসুজি তুলে দেব সেই মগডালে
মহলে জ্বালাবে আলো, হাজার জোনাকি হেসে খেলে -
কেউ ডেকে বলবে না, গাঁজাখুরি গল্প বামাল
বলিউড ফেল হবে, আমিউড করবে কামাল !
কাকা জ্যেঠু দাদাসোনা, কাছাকাছি থাকবে না কেউ
এক ঘাটে জল খাবে বাঘ গরু, ডাকবে না ফেউ
রাজা জানি - মস্তানি - আকাশে তুমুল কথা ফেঁদে
গল্প হবে না শেষ - গ্যারান্টি, ঘেঁটে গিয়ে, কেঁদে - !
এসো না বানাই গল্প যদিও নানান অসুবিধে -
রাগ করোনা সোনা - বাহানা বানাই সাধাসিধে !