হাওয়া :-
হাওয়া বেওয়ারিশ,
বাতাসের ঠিকানা বুকে আছে -
প্রেমে হারালেও,
ভালোবাসা ফেরাবে বলেছে !
জীবন :_
জীবন যত্নে ধরেছি মুঠোয়, ভেজা নয় শুখা বালি
যতই শক্ত মুঠোর বাঁধন - তত তাড়াতাড়ি খালি !
না বলা কথা :-
কাগজে শুকোবে কালি, চোখে জল, হৃদয়ে কবিতা
ভুলে যাবে সব, খালি থেকে যাবে বলিনি যে কথা !
বলা কথা :-
কথা তো কথাই থাকে - যতক্ষণ ঠোঁটে
ফুল দামী - যতক্ষণ না অলি জোটে !
প্রেম :-
চাঁদ, প্রেম হলো, বেশ হলো, দূরে দূরে থেকো -
মন খারাপের রাতে, দূরবীনে মাঝে মধ্যে দেখো -
ভোলাব না :-
রূপে তো তোমায় ভোলাব না --
সোডা জলে কেচেকুচে - রোজ
রেলিঙে প্রেমকে ঝোলাবো না !
সাহসী :-
আলো ভয়ে ভয়ে থাকে - শিখাটির কাছে
অন্ধকারটি ধরে ফেলে তাকে পাছে !
ভীষণ সাহসী আমি -
যতক্ষণ সে কাছাকাছি আছে !
শেষটুকু :-
আরম্ভের শেষ আছে - শেষের তো নেই
এস, শেষটুকু তুলে রাখি - শুরুর আগেই !
ছবি এঁকো না :-
ছবি এঁকো না, থাকবে না, মনে রেখো
ভোলার ইচ্ছে হলে মোছার চেষ্টা করে দেখো !
নিলামঃ-
নিলামে উঠেছে সবই - প্রশ্ন শুধু কতটা নিলাম
নিলামে দিলাম সবই, লাভ চেয়ে ভালোবাসলাম
নিলামদারটি বলে, শেষ হাসি আমি হাসলাম
দেহ ও প্রেম :-
প্রেম কাল বেঁচে ছিল, শিরায় মজ্জায়
দেহ, দেহ, দেহ দেখে বিষম লজ্জায় -
আজ প্রেম দেহ রাখে বাসর সজ্জায় !
করুণা হোক :-
শব্দের সাথে মিত্রতা নেই
ছন্দেরা মন্দলোক
এখন নতজানু, হাত পেতে আছি
এবার তো করুণা হোক !