১। সকলি গরল ভেল
তোকে যে দিলাম সেই বেভুল মাতাল বিকেল,
আরামে খেলি যে বসে, অবশেষে,
বলিস 'সকলি গরল ভেল'!'
২। বলে গেলি
অক্লেশে আঁচলে বেঁধে আমার বিপন্ন নদীটি,
সেই যে আকাশ হলি, বলে গেলি বৃষ্টি হবি নাকি !
সেই তো বেলার শেষে, দূরদেশে, মৃদু হেসে
রয়ে গেলি মগ্ন ছবিটি !
৩। মন খারাপের কবিতা
দেয়ালজোড়া পলেস্তারায় মন খারাপের কবিতা
কে যে লেখে, কে যে পড়ে, কেই বা আঁকে সবই তা !
পড়ে ফেললেই জাত গেলো যার, লগ্নভ্রষ্ট মগ্ন কবি -
দেয়াল ফেলে, পাখনা মেলে মন খারাপের জলছবি !
৪। কি খুঁজিস মেয়ে
চাঁদকে ছাড়িয়ে, কি খুঁজিস মেয়ে, মেঘেরা তো বহু নীচে, ভেজাবার ষড়যন্ত্র করে !
আরো নীচে আমি আছি, হাঁটুগেড়ে, ভিজে যাওয়া সিকান্দর, তোকে হাতে ধরে !
আরও নীচে, অনেকটা পথ গেলে, কিছু কিছু ভেজা ঘাসে মগ্ন কবিতা লেখা আছে -
তোর কাছে -
কিছু ছোট বড় ঋণ, আলগা প্রশ্রয়, যেটা ভালোবাসা নয়, প্রেমও নয়, ভুল বোঝা -
(মাটিকে না বলা খুব সোজা )-
বোবা মাটি কবে কথা বলে, দাবী করে, শুধু ধরে অবাক সাগর, হেরো সিকান্দর,
হিদাস্পিসের তীরে, বর্শাবিদ্ধ, অমরত্ব খুঁজে ফেরে, রক্তে ভেজা 'মরিয়া অমর !'
চাঁদকে ছাড়িয়ে কি খুঁজিস মেয়ে, মেঘেরা অনেক নীচে, ভেজাবার ষড়যন্ত্র করে !
আমি বসে আরো নীচে, অনেকের পিছে, তোর আগুনের মতো রূপ বুকে ধরে !