ঘাটের কাছেই থেকো, ব্যবসা লাভের নয়, শুধুই বিস্ময়,
বুঝিয়ে দেওয়ার দায়, সে আমার নয় !
ওল্টানো বাটির নীচে ষঠপদ উর্ণনাভ বিছিয়ে খেলেছে -
মধুর সে ষড়যন্ত্রী, কোন এক ঈশ্বর - লোকে বলে - সে আমি দেখিনি কখনো !
আলোর কাছেই থেকো - সে কোনো বিস্ময়ও নয় শুধুই কামনা
সে ভালো রাখার দায় - অদ্ভুত যাতনা - সে আমার নয় !
এক আকাশ সুখ নিয়ে দুঃখের বাণিজ্য - আশার বন্দরে -
হৃদয়ের ওঠাপড়া - দরাদরি - কড়াকড়ি - সের কেজি দরে
মালবাবু বসে আছে - কর যন্ত্র নিয়ে - সেই ঘাটোয়াল মুখে মিটি মিটি হাসি -
দেখিয়ে দেওয়ার দায় - সে আমার নয়,
বাঘ বসে কড়ি খায় - হিসেবের কড়ি -
হিসেবে দেওয়ার দায় - সে আমার নয় !