পিরিতির কথাকে, বিশ্বাস করো না, এক মুঠ,
গরমের দিনে বালি,
যতই জড়িয়ে ধরি,
ঝুর ঝুর ঝুর ঝুর খালি!
আমাকেও,
যে আমিটা আমি জানি,
কতখানি আমি সেটা,
ঠিকঠাক জানি না সেটাও!
সময়ের মত এক অনিবার্য ফাঁকি দেওয়া খেলা,
আসলে কদিন কিছু ভুলে থাকা দারুন অবহেলা,
এই সব কম বেশি, বেশি কম জলে,
জল ঘোলা করি শুধু চেনা জানা ছলে,
কে যে বলে খুন শুধু লাল রঙে বিষন্ন প্রলাপ,
সাতখুনে রামধনু ছয়লাপ তবু সবই মাপ।
সময়কে বুকে ধরে ভালোলাগা, ভালোবাসা খুব!
পিরিতিকে বিশ্বাস কোরোনা এক হাঁটু,
অগাধ পিরিতি জলে,
চুপ চুপ ডুবজলে ডুব!