ভূতের পাড়ায় ঘুরতে গিয়ে দেখতে পেলাম পথভুলে
চলছে প্রচুর হল্লাবাজি - ভুতু বাবার ইস্কুলে !

ভুতু মশাই ছোট্ট পুতু, চুন্নি দিদি শাঁকচুনি
ছিচকাঁদুনী কাঁদছে কিন্তু বলছে যে আর কাঁদবুনি
দুস্টু ভুতু টানছে দিদির খ্যাংরাকাঠি চুটটি টা
দাওয়ায় বসে চিবোয় কষে শুঁটকি মাছের গুষ্টি টা
পেত্নী পিসি যত্ন করে বাছছে কচুর লতির শাক
বলছে বাছা রত্ন আমার এমনি বেঁচে বর্তে থাক
প্রেত পিরিতি, দাদুর নাতি চুন্নিকে কয় চোখ মেরে
আবেগ ভরে গাইছে তেড়ে বাঁহ মে আজা প্যারে !
বড়দা ভুতো ক্লাস ফোরে তার নড়ন চরণ নেই কো আর
বলছে হেসে, ঢের হলো ভাই বিদ্যে বুদ্ধি, রাখ এবার !
মিড্ ডে মিলে, সবাই মিলে জল ঢেলেছে কই খাবার !
কারিয়া পিরেত রান্না ফেলে মেছোর সাথে পগার পার  
বেম্ভদত্যি সত্যি সত্যি বাগিয়ে ছড়ি পাকিয়ে চোখ
বলছে ভুতো ছলছুতো রাখ তেরোর ঘরের নামতা হোক
মামদো এসে উল্টে বসে কানঘেঁষে কি গুড়ুক  খায়
বেম্ভদাদা বাড়িয়ে থাবা হ্যাংলা হাতে তামাক চায়
শনের নুড়ি কথার ঝুড়ি, টকের বড়ি বড়দি ভাই
মাধ্যমিকের পেত্নী ছুঁড়ির সভ্য ভদ্র ব্যাভার চায় !

বর্ষপূর্তি ভরসাফুর্তি ফানশনে কে গাইবে গান
দুলিয়ে মাথা চ্যাঁচায় হোথা বাচ্চা ভুতু শখের প্রাণ
জগৎ ভুলে পরান খুলে দুলিয়ে পাতু ফুলিয়ে গাল
তিড়িং লাফে লাফিয়ে উঠে বাজিয়ে পেটু দিচ্ছে তাল
ভূতের স্কুলের বার্ষিকীতে নেমতন্নে আসতে চাও ?
চতুর্দশী পারণ করে কষে গেঁড়ি গুগলি  খাও !
তারপরে চোখ উল্টে শুয়ে শুঁটকি মাছের শুঁকবে কান -
উল্টে হাঁটু, গরম চাটুর ওপর শুয়ে গাইবে গান !
এমনি করে শক্তি সাধন তিনটি দিবস রাত্রি চার
তবেই পাবে নেমন্তন্ন, সাধন মার্গ করলে পার !