প্রত্যেক আনন্দের এক একটি নিজস্ব গল্প থাকে,
ব্যাথার কবিতা -
আমাকে কবি বলে বালকটি হঠাৎ আকাশে দৃষ্টি উড়িয়ে
জিজ্ঞেস করেছিল, আচ্ছা সবাই নামটা জেনেই কেন - - -
অনেক কবিতা এলে, চশমা জুড়ে ঝাপসা অস্বস্তি -
কবিতা না এলে থমথমে, কোথাও কোনো বড়ো ভুল বাড়ছে না তো !
ব্যথার নাকি নেশা হয়, সে সুখের নেশার চেয়েও সরেস !
মুঠোফোন ভরে - দেয়ালে সুখের চিহ্ন দেখে খুশী হয়ে যান গোছের
নিত্যিকার বাজারে ঢেলে বিলোনো উপদেশামৃত
আর কেনা পোকা থিকথিকে হাঙ্গুরে চেতন মহাবিশ্বে -
ওই একটাই --
ওই একটা নেশায় স্বয়ং শাহেনশা ওপরে বুঁদ
সময়ের পরতে পরতে লিখে চলেছেন -
বেচারা, তো হাম কিস খেত কে মুলি !