এখানে আরণ্যক শুধু
কোনও চুপ বনতলে
হাজার ভ্রমর - গানে, ওরা শুধু
তোর কথা বলে,
এখানে বসন্ত এসে ভোর রাতে জবার পাতায়,
অনর্থক চিঠি লেখে,
বেনামী বন্ধু পাতায় !
এখানে আসিস না, পদে পদে মায়ার কাহিনী,
এ কবিতা তোর নয়, প্রশ্ন তবু, জবাব চাইনি।
এখানে আরণ্যক দোলে দোদুল দুল না
এখানে হাজার ফাঁদ,
নষ্ট কথায় ভুল না-
এখানে বাতাস নষ্ট, কষ্টে বড়, হিয়া পুড়ে কাঠ
এখানে ফেলো না পা,
বিনা দামে বিক্রি পত্রপাঠ,
এখানে আরণ্যক, অমূলক নেশায় আকুল
ফুলে ফুলে ফুল শুধু,
ভুল ফুলে ভেসেছে দুকূল
এখানে আরণ্যক আকাশে তো তোরই মেঘে বেলা
অষ্টপ্রহর জুড়ে,
ফাগুনে আগুনে রঙ খেলা,
অপরূপ আরন্যকে আসিস না
ভেজা বনতল,
ভুলেও রাখিস না অবারিত মগ্ন পদতল
এখানে আরণ্যক দোলে দোদুল ঝুলনা
এখানে হাজার ফাঁদ,
নষ্ট কথায় ভুলনা-
এখানে নষ্ট হিয়া, কষ্টে জিয়া, প্রেম অকারণ,
এখানে আরণ্যক, মগ্ন শ্যাম, ভালোবাসা হিয়ার মরণ।