আকাশ জুড়ে মেঘের প্লাবন ঢলে
জিজ্ঞাসা আর বিস্ময়েরই মাপে
উত্তরেরা অপেক্ষা পেন্সিলে
অংক কষে পরিস্থিতির চাপে

বাঁধ ভেঙেছে ভরা কোটাল বুকে
জমলো কখন মেঘ যে এতো ভারী
খেপলো যখন শক্ত বাঁধন মুখের
ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিতে পারি !

চলছে হাওয়া ঝড়ের মাতন বেশ
উড়ছে যত শুকনো পাতার বোঝা
মন্দ ভালোর পাল্লা নিরুদ্দেশ
সাদা কালোর রং কিছু নয় সোজা !

সবুজ তড়িৎ ঘনায় আয়োজন
আকাশভাঙা মেঘের গরজনে
মিশলো কখন অচলায়তন
উপচে দুকূল নতুন কি প্লাবনে !

ঘোলা জলের মাতন তবু কেন
ডাকছে আবার নতুন আঁখিজল
এক এক ফোঁটার বিষম অভিমান
করছে পিছল রক্তে পদতল !

আমার কষ্ট তোমার কষ্ট নয় ?
তবে কেন রক্তে ফেল জাল !
তোমার এ দেশ আমার এ দেশ নয়?
শুধু কি ভাই তোমার রক্ত লাল !

স্বপ্ন দেখার নাই সীমানা দেখো
হায়েনা কিন্তু পাঁজরে তাক রাখে
অনেক যত্নে স্বপ্ন বুকে রেখো
ঘূর্ণী কিন্তু সবে প্রথম পাকে !