খুব ভাল স্মৃতি হয়ে থাক,
যমুনার জল যেন ছলাত ছলাত,
শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো
বিরহ বিধুর ধারাপাত!

রসাতলে যাক,
যে কটি মুহূর্ত দিয়ে
ভেবেছিলি কিনে নিলি আমার বরাত !

হিসেব মতোই, সব গল্পের শেষ আছে,
সব পাখি ঘরে ফেরে,
হয়তো বা একা যারা,
পাখা মুড়ে এসে বসে
একান্ত আপনার কাছে,
জবাবদিহির দায়,
নীরবে চাপায়,
ক্লান্ত ভাঙ্গা দুঃসহ পাখায়,
কবিতা লেখে কি ? হয়তো লেখে,
কেউ তো খোঁজেনি তার কাছে !

খুঁজিস না তুই কোনো মানে অনর্থক,
ভালো থাক,
কোথাও নেইতো জেগে,
হৃদয় খুনের বিচারক।

কখনো একাই কোনো আকাশের কোণ চেয়ে দেখো,
আকাশ একাই থাকে, মেঘ বৃথা বলে - মনে রেখো।