তোদের এই কাব্যকথা, তোদের ওই ঝিল মিলামিল
ব্যাঙের তো সর্দি হলেই, আকাশে দে দিয়ে খিল !
আঁতলেমি, বিটলেমি আর কবির এক সাল তামামি,
চালুনি ছুঁচকে দ্যাখে, তোমাকে দেখি আমি !
তোদের ওই প্রেমের ভাদর, আমাদের এড্রেনালিন
আমাদের নোংরা চাদর, দু ফোঁটা এসেন্স তো দিন !
নাগরিক সভ্য হলে, দু চারটে মালা বদল
দেব তোকে ঝুল পাজামা, বোকা বাক্সে নাচন কোঁদল !
তোর তো কলমে দোষ, চোদ্দ পুরুষে চোর !
কেউকেটা করিস যে ফোঁস, বাপ্ বল জলদি কে তোর
ক্ষমতার অলিন্দে রোজ, পায়চারি, ক্ষ্যামতা ভারী !
বাড়াবাড়ি করিস যদি খ্যামটাও নাচাতে পারি !
পোষা হয়ে থাকবি যদি, মুখে দেব তিলের নাড়ু,
কপচাবি আমার বুলি, ধুতে দেব ভর্তি গাড়ু !
ফরফর উড়বি যদি, কাটবো দুখান ডানা,
যদি দেখি বেগড়ে বাঁই, ভরে দেব সীসের দানা !
এতো বলি শুনিস না যে, কবিতা অনেক হলো
দিনে দিন নাহয় স্বাধীন, এবারে তো সন্ধ্যে হলো !
যা বলি তাই তো হবে, যা কই তাই তো ক'বি !
রাত হলে আমিই তো বাপ, আমি মা, আমিই কবি !