ঝির ঝির ঝমঝম
বৃষ্টিরা ঝরছে,
টিপ টিপ টুপ টাপ
পাতা খসে পড়ছে ,
বৃষ্টিরা স্মৃতি হবে
গাছপালা কল্পনা,
সত্যি এ কথা জেনো -
একটুও গল্প না ।
মিথ্যে এ পৃথিবীতে
বেঁচে থাকা হবে দায়,
ছেলে কাঁদে তেষ্টাতে
বাপ-মায়ে জল চায় ।
মিথ্যে এ পৃথিবীতে
টাকা টাকা ক'রে খালি ,
ছেলেটাকে যাবে দিয়ে
কার্বন না শুধু বালি?
এখনও সময় আছে ,
যদি চাও বাঁচতে -
আদরেতে ক'রো বড়
ছোট চারাগাছকে।
এখনও সময় আছে,
যদি চাও বাঁচাতে -
বৃষ্টির জল ভরো
বাঁচবার আশাতে।।