রাজার ভীষণ অসুখ করেছে
নেই তার কোনো সুখ,
কলম দেখেই আসছে তেড়ে
রোক রাজাকে রোক।
যেই না দেখছে কলমখানা
সেই না চেঁচিয়ে বলছে-
আমার রাজ্যে কবে থেকে
এই অরাজকতা চলছে?
বন্ধ করো এখুনি এসব
যে যেখানে আছো-
ছোট বড়ো সব পাঠশালা হতে
কলমগুলোকে বাছো ।
তারপরেতে জ্বালিয়ে দিও
কিংবা থেতলো মাথা,
কলমগুলো খুলছে মুখোশ
লিখছে সত্য কথা ।
থাকবে না বুঝি গদিখানা আর
সিংহাসনটা দুলছে,
এক এক ক'রে মুখখানি থেকে
মুখোশগুলো খুলছে।
এখন রাজা উন্মাদপ্রায়
কোন কিছু সে মানে না,
কোথায় গিয়ে থামবে রাজা
সেসব কিছু জানে না।
এতকাল ধরে প্রজারা তোমায়
চড়িয়ে রেখেছে রথে,
কলম ভাঙার মহাপাপে রাজা
ঠাঁই হবে তব পথে।
ছাত্রেরা আজ গর্জে উঠেছে
মুখরিত চারিদিক,
রাজার অসুখ সারেনি এখনও
ধিক্ তোমাকে ধিক্।
ছাত্রেরা এসে বলেছে রাজাকে
যতই কলম ভাঙবে,
ভয়ের অসুখে ভুগে ভুগে রাজা
শেষ তুমি ডেকে আনবে।
কলম মশাল হাতে নিয়ে যেই
দড়িতে মারব টান,
তখন রাজা মাটিতে লুটিয়ে
হবে তুমি খান্ খান্ ।।