কল্পনাতে বেঁচে থাকি
রামধনুতে বাস
সাগর জলে মুক্তো আমি
শরৎ কালের কাশ ।
বর্ষার আঁধার মেঘে
দুষ্টু আলোক রেখা
পারিজাতের কুড়ি গুনে
জটিল অঙ্ক শেখা ।
আবার কখন তুষার হয়ে
শুভ্র শুদ্ধ রূপে
কখন আবার সন্ধ্যা প্রদীপ
পূজোর ধুনো ধূপে -
ঢ্যাংকুড়াকুড় বাদ্যি আমি
শারদীয়ার ঢাকে
তখন আমি মায়ের মেয়ে
মা যখন ডাকে ।