বলত কেন স্কুলে যেতে হয়,
সকালবেলা হলে ?
জীবনটা কেন বই খাতা ময় ?
কেন স্কুল গুলো খোলে ?
সূর্যটা জানো ভীষণ পাজি
সকাল সকাল ওঠে
ও কেন রোজ হয় রাজি ?  
স্কুলের দিকে ছোটে ।
সূর্য ওঠে বলেই মাগো
আমায় উঠতে হয় ।
রাত পোহালেই তুমি জাগো
আর আমার করে ভয় ।
সূর্যটা কেন হয় না ক্লান্ত ?
রোজ রোজ উঠে পরে
ও কি তবে হয় না শ্রান্ত ?
দেয় না কান্না জুড়ে ?
আমার তো ভারি ইচ্ছে করে
দূর দেশেতে যাই -
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে
শুধুই  ঘুরে বেড়াই ॥