সম্প্রীতি
লেখক--হিরণ্ময় ঘোষ
-------------------------
স্বার্থ লোলুপ উস্কানি দেয়,
অস্ত্র হাতে লড়বো না।
সবাই মিলে গলায় গলায়,
বিপদে হাত ছাড়বো না।
রামের মন্ত্রে শরীর জুড়ায়,
হৃদয় দোলায় লয় টা।
রহিমের আজান শান্ত মনে,
স্পর্শ করে হৃদয় টা।
গির্জার ঘণ্টায় কাঁটা যে দেয়,
মোরা সবাই খুঁজি যীশু।
কোন ধর্মের বলতে পারো,
সদ্যোজাত শিশু ?
আজও বেকার এন্টনি ভাই,
সবাই খোঁজে পন্থা।
রক্ত চক্ষু কপালে ওঠে,
বন্ধ  বুঝি ধান্দা।
রামের মা শ্মশানে যায়,
রহিমের কাঁধে চড়ে।
এসব দেখে স্বার্থ লোলুপ,
হিংসায় কেঁদে মরে।
রামের বিপদ রহিম কাঁদে,
এন্টনি চোখ মোছে।
এক থলাতে সবাই যে খায়,
তক্তপোশে বসে।
এবারে তাই স্বার্থ লোলুপ,
জিগির তোলে ধর্ম।
দমকা বাতাস এলোমেলো সব,
সম্প্রীতির ওই মর্ম।
------------২৩/৯/১৯-------
হরিহরপাড়া