সবকিছুতেই লুকোচুরি,
রং বেরঙের মুখোশ।
মন তুই শান্তিতে থাক,
মুখ খুললেই দোষ।
মুমূর্ষু রোগী পায় না রক্ত,
অকারণেই তা ঝরে।
ফুলের মধু লুটছে ভ্রমর,
আম জনতাই মরে।
কত যে এল কত যে গেল,
উন্নতি আর কই ?
বিরাট দেশের ছোট্ট ঘরে,
কিল মেরে পেটে রই।
তুমি আমি আমজনতা,
বাধ্য ,মিছিল হাঁটি।
আমার দেশ মহান হলেও,
রাজনীতিটাই খাঁটি।