চলা পথে দুচার কথা,
বুকের ভেতর এ শূন্যতা
হঠাৎ করেই জমাট ব্যথা,
মুখ ফুটে বলোনা কথা।
আশার সাথে যে পথ চলা,
সুযোগ পেলেই কথা বলা
হঠাৎ কেমন থমকে গেল,
মন তবে একলা চলো।
বেকার জীবন, নেই পাত্তা
তাইতো এমন হাসি ঠাট্টা।
অর্থ যখন মানুষ চেনায়,
মিথ্যা তবে দুনিয়া বানাই।
কেন কথার নাইকো মানে,
ফকির বসে সিংহাসনে।
ভীষণ শোষণ বিশ্রী ভাবে,
আমরা মানুষ হবো কবে?
এটাই এখন জীবন রীতি,
অর্থ দেখে হয় পিরিতি।
সত্যি মানুষ খুঁজতে গেলে,
নকল মানুষ অনেক মেলে।
ধোঁকা যখন জীবন দর্শন,
বিনা মেঘে নামে বর্ষন।
একলা বসে ঘরের কোণে,
ফসল ফলাও আপন মনে।
তোমার সৃষ্টি সফল হলে,
পড়বে সবাই গায়ে ঢলে।
ভরবে জীবন ফুল ফলে,
ভরবে জীবন ফুলে ফলে।