কবিতা-- মিথ্যাচারের দেশে
লেখক ----হিরণ্ময় ঘোষ
-------------------------
মিথ্যার পর মিথ্যা দিয়ে,
সত্য পায়না প্রতিষ্ঠিত।
তুমি আমি তেমনই রবো,
যতই না করি চেষ্টা।

চলার পথে হঠাৎ থামা,
যারা বিদায় নিলো।
সবকিছুতেই মিথ্যাচারে,
তাইতো আটকে গেল।

বুঝবে কি আর মিথ্যা রাজা,
মিথ্যাচারের দেশে।
সবাই কেমন চুপসে থাকে,
মরব নাকি শেষে ?

স্তাবকতার পরম্পরা ই,
মিথ্যাচারের বুলি।
মিথ্যা রাজা তাতেই খুশি,
মেখে কালি ঝুলি।

কি হবে আর ধর্ম ভেবে,
মিথ্যা মোড়ক ঢাকা।
মানবতাকেউ দিচ্ছে চাপা,
আওয়াজখানা ফাঁকা।

শূন্য কলস ভীষণ আওয়াজ,
ঢক্কা নিনাদ ধর্ম।
মিথ্যা রাজার মতো সেও,
করেছে পুরু বর্ম।

মনের দুঃখে কলম চালাই,
বুঝবে কি আছে ধক?
তাকিয়ে দেখি সবাই কেমন,
মিথ্যে রাজার স্তাবক।
২০/৭/২০২০
ভাকুড়ি ঘোষপাড়া,
বহরমপুর মুর্শিদাবাদ।