মিথ্যা সাম্যবাদে
হিরণ্ময় ঘোষ


দারিদ্রতায় ভীষণ জ্বালা
এই দুনিয়ার 'পরে,
জঠর জ্বালায় কাঁদে শিশু
গরীবেরই ঘরে।

শিক্ষা শুধু আজকে কেবল
ধনীর শিশুর জন্য,
উপার্জনটা করলে শিশু
গরীব পিতা ধন্য।

গরীব শিশু ব্যস্ত কাজে
পড়ার সময় পায়না,
ধনী ঘরের দুলাল করে
পড়ার সময় বায়না।

এমনভাবেই স্বপ্ন হারায়
গরীব ওই মনগুলি,
সংবিধানে গুমরে কাঁদে
মিথ্যা সাম্যের বুলি।

সবার চোখে স্বপ্ন নামুক
বদল হোক আজ পালা,
হে ভগবান মেটাও তুমি
সবার জঠর জ্বালা।

স্বরবৃত্ত ছন্দ
৪+৪/৪+২