মেঘনা পাখি হতে চেয়েছিলো
লেখক--- হিরণ্ময় ঘোষ
************************
মেঘনা  পাখি হতে চেয়েছিলো,
আমি বারন করেছিলাম।
বলেছিলাম, বিষাক্ত বাতাসে উড়তে মানা।
আমার দিকে বিরক্তির ভাবে তাকিয়ে ,
তারপর মেলে দিয়েছিল ডানা।
শত কষ্ট সয়ে -ও বেশ উড়ছিল।
মাঝে মাঝে ঘুরপাক খাচ্ছিল ,
আর সৌন্দর্য্য বিলাচ্ছিল  অকাতরে।
নব যৌবনের প্রস্ফুটিত আবেগ,
পুরুষতান্ত্রিক সমাজের লালসা;
সবকিছুই কুঁকড়ে কেঁদে মরে।
ঘুন ধরা সমাজের নেশাগ্রস্ত চোখ,
আরো কত কি চোখরাঙানি।
সবকিছু উপেক্ষা করে ভালোই উড়ছিল।
এক ফোটা বীর্যের অংকার,
ছিঁড়ে দিল তার রঙিন ডানা;
এখন সমাজ মুখ ফিরিয়েছে গলি রাস্তায়।
যেখানে সুখ পাওয়া যায় সস্তায়।
সুখ পাওয়া যায় সস্তায় !
মেঘনা ,পাখি হতে চেয়েছিলো;
আমি বারন করেছিলাম।
*******"১১/১০/১৯*******