মানুষ
হিরণ্ময় ঘোষ
অক্ষরবৃত্ত ছন্দ
(১০+৭)
পরমপিতার সৃষ্টি সেরা মানুষ জীবে সেরা,
কিন্তু সবার উল্টো স্বভাব মায়ার জালে ঘেরা।
মোহের চালে চলার পথে সবাই করে ভুল,
ভুলের ফাঁদে মানবজাতি হারায় নিজ কুল।
কুলের গৌরব কোথা আজি সবাই চলে বাঁকা,
স্বার্থ লোলুপ অর্থ লোলুপ খোঁজে কেবল টাকা।
অর্থের নেশা সর্বনাশের দেখায় মন্দ পথ,
অর্থ ছাড়া জীবন আঁধার এটাই জনমত।
ষড়রিপুর ফাঁদে মানুষ ভুলেছে নিজ ধর্ম,
আখের গোছায় নিজ তরে করে অসৎ কর্ম।
ভোগবিলাসের বাজারেতে নারী এখন পণ্য,
খুন ধর্ষণ রাহাজানিতে পুরুষ যেন বন্য।
ভাই ভাইয়ের শত্রু হয়ে নিজের স্বার্থ সুখে,
নেশার ঘোরে চালায় ছুরি নিজ ভাইয়ের বুকে।
ধর্ম নিয়ে হানাহানি আজ এই ভুবন মাঝে,
মানবতার জীবন গীতি করুণ সুরে বাজে।
বিশ্ব'ধাতা তোমার কাছেতে মিনতি করজোড়ে,
মান হুঁশ জাগিয়ে আবার গড়ো নতুন করে।
বাঁচার তরে বাঁচার মত সুবুদ্ধি দাও সবে,
তোমার গড়া শ্রেষ্ঠ জীবটি মানুষ হয়ে রবে।