কি যে হলো সমাজে,
ভালো মানুষ মন্দ মানুষ যায় না চেনা সহজে।

নিজের স্বার্থ পূরণ করতে চাও?
সাদাকালো  হিন্দু-মুসলিম  একটা দন্দ লাগিয়ে দাও।
দেখবে তখন হাতের কাছে যেটা চাও সেটাই পাও।
কিচ্ছুটি আর হবেনা,  যতই মর চেঁচিয়ে।
অ্যানাকোন্ডার মত ধরবে তোমায় পেঁচিয়ে।

কি যে হলো সমাজে,
ভালো মানুষ মন্দ মানুষ যায় না চেনা সহজে।

তুমি আমি ফসল ফলাই,
খেতে পাই না তার বেলায় ?
আমার ফসল তোমার ফসল হাতবদলের পরে,
বেশি টাকায় কিনছি আমি ,তবেই ওঠে ঘরে।
বেশ কথা ।তার পরেও অনাহারে চাষী মরে।

কি যে হলো সমাজে,
ভালো মানুষ মন্দ মানুষ যায় না চেনা সহজে।

প্রকৃত মানুষ অসহায় তাই জেলে পচে মরে,
মুখোশধারী সমাজসেবক বুক ফুলিয়ে ঘোরে।
তোমার আমার কি বা দাম আছে !
যতসব আঁস্তাকুড়ের ঘেউ,
বিপদ কালে একাই রবে, সাথে পাঁচে নেই কেউ।

কি যে হলো সমাজে,
ভালো মানুষ মন্দ মানুষ যায় না চেনা সহজে।

পুরুষতান্ত্র শোষণ যন্ত্র, নারীমাংসলোলুপ;
বুদ্ধিজীবী ধর্ম দ্যাখে -নইলে সবাই চুপ।
সবাই খোঁজে ছত্রছায়া সবাই খোঁজে মাথা,
এদল ছেড়ে ও দল যাব যখন তখন টাটা।
সবাই আমায় বলবে পাগল লিখছে কীসব যা-তা।

কি যে হলো সমাজে,
ভালো মানুষ মন্দ মানুষ যায় না চেনা সহজে।
কি যে হলো সমাজে।
           কি যে হলো সমাজে।
--------------------------------------