কবিতা-- ধ্বংসস্তূপ থেকে আহ্বান
কবি -- হিরণ্ময় ঘোষ

-----------------------
ক্লান্ত আকাশে শ্রান্ত ধারা--
ওরে আমার সবুজ মন,
প্রস্ফুটিত হও তেজে;
মাতিয়ে দিতে এই ধরা।

তোমার নব কিশলয় দল--
জোয়ার আনে যে মনে,
পাখপাখালির হৈ-হুল্লোড়;
বাড়ায় যে কত মনোবল।

অবাক পৃথিবী দেখে চেয়ে --
আছে কিছু আহাম্মক,
কেড়ে নিতে চায় সবুজ প্রান;
দাবানলের মতো ধেয়ে।

কতই না আনন্দ তবে--
আকাশের ভেলায় ভেসে,
সবুজ গালিচার মাঝে;
ভেসে যাবে মন যবে।

সকলের তরে হোক আহ্বান--
রসদ কিছু রেখে যেতে হবে,
বাড়িয়ে শোভা বাঁচাতে প্রাণ;
ওরাইতো ধরিত্রীর শ্রেষ্ঠ দান।

চির সবুজের সমারোহে---
এখনই সব বুঝে নিতে হবে,
বিপন্ন নগ্ন ধ্বংসস্তূপ মাঝে;
কালো মৃত্যুর আসন্ন আবহে।
--------------------