দেখবে তখন
লেখক-- হিরণ্ময় ঘোষ
চলার জন্য ছন্দ জানা দরকার
অনেকেই বোঝে না সেটা,
যেনতেন এগিয়ে যাওয়ায় চায়
সে যাওয়াতে আগুন কোথাও নাই।
আগুন আছে মনের মধ্যে চাপা
মাঝে মাঝে উসকে নিতে হবে
তবেই হবে পথচলাতে পাকা
হোক না সে পথ ভীষণ রকম বাঁকা।
সব্ বোঝারা মাথার উপর চাপে
কষ্ট পেলেও সবাই সাজে ন্যাকা,
লজ্জা-শরম ভীষণ গুলে খেলে
তখন সবাই সত্যিকারের একা।
পরশপাথর খুঁজছে সবাই মনে
পেলেই নাকি সত্যিকারের রাজা,
সবাই যদি রাজা হয়ে যাবে
কে হতে চায় বোকাবোকা প্রজা?
রাজা হবার স্বপ্নটাকে ছাড়ো
চলার পথে আগুনটাকে জ্বালো
চলতে হবে অনেক যে পথ বেশি
যম বাবাজি নইলে যে ছাড়বে না।
মনের আগুন উসকে নিয়ে পথে
চলতে যদি পারো ছন্দ বুঝে
দেখবে তখন তুমি একাই রাজা
বোকারা সব পাচ্ছে কঠোর সাজা।