কবিতা -------
বদলে যাও হে পুরুষতান্ত্র
লেখক----হিরণ্ময় ঘোষ
----------------------------
সভ্যতার লাল চোখ,
অক্টোপাসের মতো কামনা-বাসনা।
আষ্টেপিষ্টে জড়িয়ে ধরতে চায়,
যেখানে ভালোবাসা নিছকই অভিনয়।
আমি শুধু দেহ নই,
মনের তীব্র আন্দোলনে।
সবাইতো দেহের ভাগীদার,
ক'জনেরই বা জায়গা হয় মনে।
দোহাই পুরুষতান্ত্র,
বেঁধে রাখা যাবে কি এই মন ?
পিতৃত্ব যদি বীর্যের অধিকারে,
তবে মাতৃত্বের কেন অপমান !
অধিকার ফলিয়ে আসা---
যুগ থেকে যুগান্তরে।
রেখেছো কব্জা করে নিজ বাহুবলে,
তোমারও তো জন্ম আমাদেরই কোলে।
বদলের সময় এসেছে,
বদলে যাও হে পুরুষ তন্ত্র।
সমান্তরাল চলার পথে,
উচ্চারিত হোক মানুষ হবার মন্ত্র।
------২৯/০৭/২০২০-----