স্বপ্ন দেখে সবাই,
কেউ হাসে কেউ কাঁদে।
উজান ভাটার মাঝে,
কেউ টানে কেউ বাঁধে।
সবাই সবই ভাবে,
সময় চলে নিজ গতি।
আমি আসল রাজা,
বাড়িয়ে বুকের ছাতি।
স্বর্গ সবাই খোঁজে,
আরাধনা করে সাঁঝে।
রাতের বেলায় চুপিসারে,
হাত লাগাই নিজ কাজে।
এটাই মানবজীবন,
ভাঙ্গা গড়ার মাঝে।
কেউবা ফেরে বাড়ি,
কেউ মন দেয় নিজ কাজে।