অনু কবিতা (দুটি)
লেখক -- হিরণ্ময় ঘোষ
(১)
পণ্য যখন মানব জীবন,
নিজ খেয়ালে থাকে।
সিংহাসনে বসলে রাজা,
ভুলে যায় তার মাকে।
(২)
যুক্তি দিয়ে বিচার করো,
মুষ্টিতে আর যেও না।
চেখ বুজে পথ চলা তাই,
সবাই আজকে সেয়ানা।
********
****
**
*