অনু কবিতা (৩)
লেখক -- হিরণ্ময় ঘোষ
----------------------------
(১)
তোমার চালেই অপরাধীরা,
বুক ফুলিয়ে বাইরে ঘোরে।
ন্যায্য অধিকার চাইতে গেলে,
নিরপরাধ কে লাঠি মারে।
ছিঃ!
(২)
নিজের মতো সবাই দেখে স্বপ্ন,
বুঝি; রঙ্গিন হয়ে উঠবে জীবনটা।
মনের খাতায় হিসাব রেখো লিখে,
শুরু থেকে শেষ; ভীষণ সাদামাটা।
(৩)
সবাই বলে হচ্ছে ভালো,
আমি বলি ঠিক আছো?
শাসন নামে ভীষণ শোষণ
সৃষ্টি থেকে চলছে আজো।
--------২১/৯/১৯--------------