আমার জীবনে আকাশ ছিলে তুমি।
কখনো রোদ কখনো বৃষ্টির দোলাচলে,
অনির্দিষ্টকালের পথিক ছিলাম আমরা;
অন্তত এমনই প্রতিশ্রুতি ছিল।
মাঝে মাঝে মান-অভিমানের পালা ।
এলোমেলো বাতাসে উড়িয়ে দিতো তোমার চুল,
তোমার চোখে মুখে বিরক্তির ছাপে;
বড় ভালো লাগতো।
আমি হাসতাম তোমার ওই নরম চোখ দেখে,
হাজার দুনিয়ার মায়া লেগে আছে যেখানে।
তোমার কোমল হৃদয় উৎকন্ঠিত ছিল,
আমি নাকি বেসামাল চলার পথে;
আর কিছুটা অগোছালো।
তুমি আমাকে শিখিয়েছিলে ভালোবাসা,
অন্তত তেমনই বোধ হয় আমার।
কত স্বপ্ন ছিল চোখে মুখে,
নতুন বর্ষায় বনানী যেমন দেখে।
অনির্দিষ্টকালের পথিক ছিলাম দুজনে
অন্তত তেমনই প্রতিশ্রুতি ছিল।
তবু হঠাৎ কেন দমকা হাওয়ায় নিভে গেল দীপ,
প্রতিশ্রুতি ভঙ্গ করলে তুমি।
অনুভবে রয়েছো তুমি আমার চারপাশে,
আমি এখনো টের পাই- তুমি চুপি সারে;
আমার মাথার পাশে বসে।
বিরহের চরম কষাঘাত,
পাওয়া না পাওয়ার বেশে,
যন্ত্রণায় কুঁকড়ে কেঁদে উঠি আমি।
হে মহাকাল- একবার তাকাও শূন্য হৃদয় মাঝে,
আমিও যেতে চাই না ফেরার দেশে;
আমার প্রিয়ার পাশে।
আমার জীবনে আকাশ ছিলে তুমি,
আমি তারা হতে চাই তোমার জীবন আকাশে।