প্রসঙ্গ-- জিয়াগঞ্জ হত্যা কান্ড।
একটি খোলা চিঠি
লেখক--- হিরণ্ময় ঘোষ
*******************
প্রিয় সমাজ,
তুমি তো সেই মহান,
সকলের চোখে।
আমিতো সবে ছয়,
তোমায় দেখে দেখে।
অপরাধ কি বুঝিনা,
ছোট্ট আমার জগৎ।
খেলনা গাড়ির উপকরণেই,
কাটতো সময় মহৎ।
মায়ের পেটে আমার অনুজ,
খেলার সাথীর আশা,
ছোট্ট এ সংসারে কতই ভালোবাসা।
সমান্তরাল তোমার বুকে,
আরো অনেক আছে।
মানুষের পেটে মানুষই হয়,
মানুষ ফলে না গাছে।
একদল আছে স্বার্থলোভী,
হিংস্র আর বন্য।
আমরা যারা বাঁচতে শিখি,
তাদের কাছে পণ্য।
আরেক দল আছে বুদ্ধিজীবী,
স্বার্থ বুঝে মাথা ঘামায়,
আমি এক ছোট্ট শিশু,
এ ব্যাপারে তো নেই কামাই।
বৃথা এই মানব জনম,
শত ধিক্কার তাকে।
এখনই যাবার সময় হল,
জড়িয়ে বাবা-মাকে ?
ইতি,
আমি সেই খুন হওয়া ছোট্ট শিশু।
*****১২/১০/১৯******