মূল্যহীন সব কিছু, আমার দু’চোখ দিয়ে যা দেখতে পাই,
মূল্যহীন হ’য়ে প’ড়ে রয় অন্য সব কিছু থেকে,
আমার হাতে লুকিয়ে থাকে নীল পদ্ম, তাও মূল্যহীন
আজ অনেক কিছুই মূল্যহীন, আমার সময়, স্পর্শ, সম্পর্ক-
সব কিছু যেন মূল্যহীন তালিকায় দীর্ঘ হ’তে থাকে, ব্যর্থ সময়
জড়ো হয় আমার কোমল শিশিরে, নিরর্থক তীব্র সম্পর্ক, গভীর শরীরে,
মাঘের বাতাসে লুকিয়ে থাকে আমার সকল সম্পর্ক, রোদের ঝিলিক
দিয়ে ফাগুন বাতাসে হারিয়ে যায় আমার সকল স্তব্ধতা, চুপচাপ আমার
চতুর্দিক, লুকিয়ে থাকে বিশাল সরোবরে আপন হ’য়ে শব্দহীন বাতাসে,
কেঁপে উঠি মধ্যরাতে কঠিন দুঃস্বপ্নে, কাঁপতে থাকে হৃদপিণ্ড থেমে-থেমে,
আমার ব্যর্থ সময় মিশে যায় উত্তাল আশ্বিনে, টলমলে শিশিরে,