সব কিছুই চলছে বেশ চমৎকার ভাবে,
রাজউক আর নগর ভবনের ঘড়িগুলো সময় দিচ্ছে ঠিকমতো;
চৌরাস্তা, এভিনিউ, প্লাজা আর উদ্যানগুলো
পেড়িয়ে চলছে ব্যস্ততম সমস্ত যান ।
শহরের বড় বড় সিগন্যাল ল্যাম্প ক্রবাদুর হ’য়ে দিচ্ছে সাড়া,
লাল নীল হলুদ রঙে ভ’রে যাচ্ছে সমস্ত রাজপথ।
চলবে তবুও তাঁরা আজ রাতে একান্ত মনে;
আমার শহর আজ তাদেরই আপন ক’রে নেয়
যারা নষ্ট ও নীতিহীন,
যাদের দরকার হয় না মানবিক কোনো সুসম্পর্ক ও মূল্যবোধের।
আমার শহর প্রতিদিন প্রতিরাতে হারাচ্ছে মুঠো মুঠো সোনা,
উদ্যানগুলো হারাচ্ছে যৌবনপ্রাপ্ত বালিকার মাতাল চুম্বন,
আর মাঝরাতে গুঞ্জন প্রতিটি ফ্লাটে;
করুন কণ্ঠস্বর বেজে উঠে জোস্নারাতে।
অধরা জোস্নার মতো চলছে সমস্ত স্বপ্নগুলো নিবিড় পল্লবে,
তার স্বপ্ন নিয়ে বেড়ে উঠছে আমার নগর সভ্যতা আর তার স্থাপত্য।
আমার শহরের সমস্ত পিচ লাল টুকটুকে আগুনের মতো
বেড়ে যাচ্ছে দ্রুত, ভাববে না তার লক্ষ্যভ্রষ্ট পথ, তবুও তাঁরা
রক্তিম আভাসে ভেসে যাবে সাদা মেঘে।
পুঞ্জ পুঞ্জ গোলাপে ছেয়ে যাচ্ছে আমার পৌরাণিক শহর,
ঝড়ে পড়ছে তার রাশি রাশি স্বপ্ন, জোস্না, আর বৃষ্টির ফোঁটায় নিবিড় সম্পর্ক।