তুমি বলেছিলে আমায় ভালোবাসো ?
বলেছিলাম, হৃদয় থাকলে কে না ভালোবাসে !
তুমি বলেছিলে দেখাও তো দেখি ?
বলেছিলাম, অন্যরা তা কখনও পারেনি।
তুমি বলেছিলে প্রকাশও কখনও করোনি ?
বলেছিলাম ভাষা যে হারিয়ে ফেলেছি,
তুমি বলেছিলে তাহ’লে কেমন ভালোবাসো ?
বলেছিলাম অন্যরা যা কখনও বাসেনি।
তুমি বলেছিলে আমার জন্য অনেক কষ্ট ?
বলেছিলাম তোমাকে শুধু কাছে না পাওয়ার কষ্ট,
তুমি বলেছিলে এ ভালোবাসা কতো দিন ?
বলেছিলাম যতো দিন তুমি আর হৃদয় থাকবে না কাছে।