অকসম্পাৎ পথ চলা,
মুঢ় হ’য়ে আর কতো দূর অগ্রগামী হ’তে পারো;
অক্টোপাসের মতো হৃদয়ের অতলে যে
সৌন্দর্যের অবয়ব ধারণ করেছো
তার বিনাশ ঘটবে শিঘ্র।
অজস্র স্বপ্নাবলী আর অটুট রবে না;
ক্ষয়ে পড়বে তা স্বচ্ছ মুদ্রার শব্দের সাথে বিস্ময়কররূপে।
অগম্য পথে যাএায় নিরন্তন শূন্যতা;
তবুও তা পৌঁছে যাবে সাদা মার্বেল পাথর ভেদ ক’রে।
হৃদয়ের মাঝে স্থির থেকেছ;
দাওনি তা বহুজনে
অনবদ্ধ রেখেছো হৃদয়।
মেঘ, বৃষ্টি, রোদ, কুয়াশা, শিশির
সকল সৌন্দর্যের অমর
উপ িস্থতি হৃদয়ে তোমার।