যদি তুমি ভালোবাসো
বিশ্বের উচ্চতম ভবনটি থেকে লাফ দিতে ভয় পাবো না;
ভয় পাবো না বৃহত্তম গভীর প্রশান্ত
মহাসাগর পাড়ি দিতে !
যদি তুমি ভালোবাসো
বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি তাপ সহ্য করতে পারবো;
সহ্য করতে পারবো না তোমার দু’চোখের অশ্রুবিন্দু !
যদি তুমি ভালোবাসো
বিশ্বের বৃহত্তম শূন্যতার মরুভূমি হ’তে পারবো;
হ’তে পারবো না তোমার জন্য স্বপ্নহীন !
যদি তুমি ভালোবাসো
বার্কিংহাম প্যালেসে থাকতে পারবো না ;
থাকতে পারবো না তোমাকে ছেঁড়ে !
যদি তুমি ভালো না-ই বাসো
পারবো না তোমাকে ছেঁড়ে বেঁচে থাকতে !