আমার সমস্ত কষ্টগুলো জ‘মে আছে
এখনো তা দানা বাঁধতে পারেনি,
স্থির, অবিচল থাকতে থাকতে তা বৃহৎ কিছুর জন্ম দিতে পারে,
স্থির, অবিচল আর প্রতিজ্ঞাবদ্ধ থাকিনি, তোমার পদচিহ্ন
দেখে দেখে সে দিকেই এগিয়েছি,
দ্রুতম মানব হ’য়ে,
চৈএয়ের তাপদাহ সাথে নিয়েই তোমার পথে পা রেখেছি
আমার করুন আর্তনাদ!
তোমাকে কাঁপাবে না, শীতলতা জাগাবে না শরীরে
তুমি জানো না, ও পথ ছাড়া ভিন্ন কোন গন্তব্য নেই আমার!
যা, আমার ভেবে এগোবো সকাল,বিকাল আর সন্ধ্যায়।
স্বপ্নময়তা, কোথায় তোমার গন্তব্য ?
কোন পথ তোমার ?
যা, আমার থেকে তোমাকে নিয়ে যায়
গভীর আর নি:সঙ্গের দিকে,
তোমার পদচিহ্ন যদি আমার আঁখিতে গেঁথে থাকে
একটি চিহ্ন ও যদি থাকে আমার রূপসী বাঙলাদেশে
দেখো, ঠিক পৌঁছে যাবো তোমার পাশে।