দিন দিন আমি বেশ স্বার্থপর হ’য়ে উঠছি
নিজস্ব ছাড়া অন্য কিছুর প্রতি আর
আকর্ষনবোধ করি না,
মুখ রাখি না মানবিক সম্পর্ক ও সংঘে,
চেতনায় যারা সমাজ সংস্কারক বলে পরিচিত
করি না মনস্থির সেদিকে ।
অশুদ্ধ আলাপে ভ’রে যাচ্ছে
বাঙলার চতুর্দিক।
যখন চোখ রাখি দৈনিক পত্রিকায়,
ধর্ষণের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত বাংলাদেশ,
ডাকাতিয়ায় ডুবে গেছে লঞ্চ,
পায়নি ত্রিশটির বেশি লাশ রাষ্ট্রপতি,
উপদেষ্টা আর মন্ত্রীপরিষদ ছুটছে
দিক্বিদিক, ষোড়শী কন্যার মৃত্যুতে
সাড়া বিশ্ব যখন আলোড়িত, তখনও
নিশ্চুপ থাকি,
কফির পেয়ালায় মুখ রাখি সকাল- সন্ধ্যায়,
জাতির সাথে একাত্ম হ’য়ে প্রকাশ
করিনি সমবেদনা!
মানবিক সম্পর্কে কোন বিশ্বাস নেই,
ভাবতে পারি না কে আপন বা পর !
যদিও ঘটে যায় মহাবিপর্জয়,
হাত বাড়াবো না অন্য কিছুর প্রতি
ডলার, পাউন্ড আর ইয়েন-এ
ভ’রে আসছে
বাঙলার ব্যাংক।